শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

ঢাকাস্থ বি-বাড়ীয়া ছাত্র কল্যাণ ফেডারেশন গঠিত বাপ্পী সভাপতি ও শাহিন সেক্রেটারি নির্বাচিত 

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বি-বাড়ীয়া জেলার ছাত্রদের নিয়ে ঢাকাস্থ বি-বাড়ীয়া ছাত্র কল্যাণ ফেডারেশন গঠিত হয়েছে। গত ২৫ মে শুক্রবার রাজধানীর মগবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্টিত এক ছাত্র সমাবেশ ও ইফতার মাহফিলে ২০১৮-২০১৯ সেশনের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।

 চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজিফুল হাসানের সভাপতিত্বে ও জবির মেধাবী ছাত্র এম  কে এ শাহিন  শাহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন,এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পাবলিক রিলেশান ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ডিরেক্টর ও হেড, বিশিষ্ট লেখক-প্রকাশক মু:আতাউর রহমান সরকার। এতে আলোচনা রাখেন, বি-বাড়ীয়া স্টুডেন্টস ফাউন্ডেশনের সেক্রেটারি আশরাফুল আলম,ডুয়েটের মেধাবী ছাত্র এনামুল হক, জামিরুল হক, মওদুদ হাসান গালিব প্রমুখ। ঘোষিত কমিটির কর্মকর্তাবৃন্দ হলেন-সভাপতি রাজিফুল হাসান বাপ্পী(চবি), সহ-সভাপতি এনামুল হক(ডুয়েট), সাধারণ সম্পাদক এম কে এ শাহিন চৌধুরী (জবি), সহ-সেক্রেটারি রায়হান আহমেদ (জাবি), সাংগঠনিক সম্পাদক মওদুদ হাসান গালিব(ঢাবি), সহ-সাংগঠনিক সম্পাদক বাকের হাসান(ঢাবি), ছাত্র কল্যাণ সম্পাদক জাহিদ উদ্দিন রিয়াদ (ঢাবি), অফিস সম্পাদক আনিসুর রহমান (নর্দান), প্রচার ও আইটি সম্পাদক সারওয়ার জাহান তসলিম(নথ সাউথ), সমাজ কল্যাণ সম্পাদক জামিরুল হাসান (জবি), অর্থ সম্পাদক আবরার হামিম (জবি), প্রকাশনা সম্পাদক ইকরাম হোসেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয় ও আগামী ৩০ জুন শুক্রবার বিকাল ৪টায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ